ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশ মানতে রাজি হামাস – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৪৮, ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশ মানতে রাজি হামাস

newsuk
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশ মানতে রাজি হামাস

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : রয়টার্স জানায়, চুক্তির যেসব অংশে হামাস সম্মতি দেবে বলে জানিয়েছে, তার মধ্যে রয়েছে জিম্মিদের মুক্তি, তবে অস্ত্র ছেড়ে দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে দলটি বলেছে, আরও সমঝোতা আলোচনা চায় তারা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশ মানতে রাজি বলে শুক্রবার জানিয়েছে উপত্যকার নিয়ন্ত্রক দল হামাস।

Manual2 Ad Code

রয়টার্স জানায়, চুক্তির যেসব অংশে হামাস সম্মতি দেবে বলে জানিয়েছে, তার মধ্যে রয়েছে জিম্মিদের মুক্তি, তবে অস্ত্র ছেড়ে দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে দলটি বলেছে, আরও সমঝোতা আলোচনা চায় তারা।ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পরিপ্রেক্ষিতে হামাস যে বিবৃতি দিয়েছে, সেটি দেখেছে রয়টার্স।এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে প্রস্তাবটি গ্রহণ বা প্রত্যাখ্যানে রবিবার নাগাদ সময় দেন।ট্রাম্পের দফাগুলোর বিষয়ে অ্যামেরিকা বা ইসরায়েল পরবর্তী কোনো আলোচনায় ইচ্ছুক কি না, তা স্পষ্ট নয়।অস্ত্র ছেড়ে দেওয়া কিংবা গাজার বেসামরিকীকরণে হামাস রাজি হবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি সংগঠনটি।অ্যামেরিকা ও ইসরায়েলের চাওয়া নিরস্ত্র হামাস, যে দাবি ইতোপূর্বে প্রত্যাখ্যান করেছে গাজার নিয়ন্ত্রক দলটি।

Manual5 Ad Code

হামাস ইতোপূর্বে গাজা থেকে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার চেয়েছে, কিন্তু ট্রাম্প প্রস্তাবিত ধাপে ধাপে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মতি জানায়নি সংগঠনটি।হামাসের অবস্থানের বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের মন্তব্য নিতে পারেনি রয়টার্স।এর আগে শুক্রবার প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি তাগিদ দিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, না মানার পরিণতি হবে মারাত্মক।হামাসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের তাৎক্ষণিক মন্তব্যও জানা যায়নি।হামাসের জ্যেষ্ঠ এক নেতা আল জাজিরাকে জানান, গাজায় ইসরায়েলের দখলদারি শেষ হওয়ার আগে অস্ত্র ছাড়বে না সংগঠনটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code