ডেস্ক রিপোর্ট :শাটডাউন বন্ধে তহবিল নিশ্চিত করতে প্রয়োজন ছিল অন্তত ৬০ টি ভোট। কিন্তু দুই পক্ষের ৫৪-৪৪ ভোটে ব্যর্থ হয় ফেডারেল সরকার সচলের সম্ভাবনা।অ্যামেরিকায় চলমান ফেডারেল অচলাবস্থার তৃতীয় দিনে দেশটির আইনসভা সিনেটে হাজির হয় সরকার দলের রিপাবলিকান পার্টি এবং বিরোধী দলীয় ডেমোক্র্যাট পার্টি। উদ্দেশ্য শাটডাউন বন্ধে সুনির্দিষ্ট ভোট প্রাপ্তির মাধ্যমে তহবিল বরাদ্দ দেওয়া।প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার সিনেটে রিপাবলিকানদের প্রস্তাব মেনে সরকারি সংস্থা পুনরায় চালু করার তহবিল নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের ওপর চাপ প্রয়োগ করেন।শাটডাউন বন্ধে তহবিল নিশ্চিত করতে প্রয়োজন ছিল অন্তত ৬০ টি ভোট। কিন্তু দুই পক্ষের ৫৪-৪৪ ভোটে ব্যর্থ হয় ফেডারেল সরকার সচলের সম্ভাবনা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।