ঘুমাচ্ছিলেন ডে-কেয়ার সেন্টারের মালিক, কুকুররের আক্রমণে শিশুর মৃত্যু – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৫, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ঘুমাচ্ছিলেন ডে-কেয়ার সেন্টারের মালিক, কুকুররের আক্রমণে শিশুর মৃত্যু

newsuk
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫
ঘুমাচ্ছিলেন ডে-কেয়ার সেন্টারের মালিক, কুকুররের আক্রমণে শিশুর মৃত্যু

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : আটলান্টা থেকে ২২৮ মাইল দক্ষিণে ভ্যালডোস্টায় নিজ বাড়িতে ডে-কেয়ার পরিচালনা করতেন স্ট্যাসি হুইলার কবে। দক্ষিণ জর্জিয়ার ভ্যালডোস্টায় একটি অনুমোদনহীন ডে-কেয়ার সেন্টারে দুইটি রটওয়েলার কুকুরের আক্রমণে ২ বছর বয়সের একটি ছেলে শিশু মারা গেছে। পুলিশের মতে, আটলান্টা থেকে ২২৮ মাইল দক্ষিণে ভ্যালডোস্টায় নিজ বাড়িতে ডে-কেয়ার পরিচালনা করতেন স্ট্যাসি হুইলার কবে। ঘটনার সময় ঘুমোচ্ছিলেন তিনি। এ ঘটনার জেরে ডে-কেয়ার সেন্টারের মালিক ৪৮ বছর বয়সী কবকে হত্যার অভিযোগ এবং শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ভ্যালডোস্টা পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, শনিবার কবে শিশুটিকে দুই ঘণ্টারও বেশি সময় একা রেখে গিয়েছিলেন। পুলিশের ধারণা, সে বাড়ির পেছনের উঠোনে গিয়ে ক্যানেল খুলে দুইটি রটওয়েলারকে ছেড়ে দেন। পরে কুকুরগুলো শিশুটিকে আক্রমণ করে ও হত্যা করে। নিহত শিশুটির মা গো ফান্ড মিতে লিখেছেন, ‘ক্যামেরার ফুটেজে দেখা যায় কুকুরগুলো আমার শিশুকে আক্রমণ করে হত্যা করেছে।’ পুলিশ স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

Manual4 Ad Code

পুলিশের মতে, ২ বছর বয়সের ওই শিশু কবের ডে-কেয়ারে একমাত্র শিশু ছিল। যদিও সাধারণত সেখানে প্রায় ১০ জন শিশু থাকত। কবেকে লাউন্ডেস কাউন্টি জেলে নেওয়া হয়েছে। শিশুর মা, অ্যাড্রিয়ানা জোন্স, গো ফান্ড মিতে শিশুটিকে কাইমির জোন্স হিসেবে পরিচয় দিয়েছেন। জোন্স জানান, সাধারণত কবে সারাদিনে কয়েকবার তার সাথে যোগাযোগ রাখতেন, কিন্তু ঘটনার দিন তিন ঘণ্টা জোন্সের মেসেজের কোনো উত্তর দেননি কবে।

Manual2 Ad Code

লাউন্ডেস কাউন্টি এনিমাল কন্ট্রোল ওই বাড়ির দুইটি রটওয়েলার এবং আরেকটি কুকুরকে উদ্ধার করেছে। ভ্যালডোস্টা পুলিশ ডিপার্টমেন্টের অনলাইন পোস্টে বলা হয়েছে, তদন্ত এখনও চলছে এবং কবের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। ভ্যালডোস্টা পুলিশ প্রধান লেসলি মানাহান বলেছেন, এটি একটি ভয়াবহ ও দুঃখজনক ঘটনা, যা কখনোই ঘটা উচিত ছিল না। কিন্তু অভিযুক্তের অসতর্কতার কারণে একটি মা তার সন্তানকে হারিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code