বক্স অফেসে চলছে কান্তারা ঝড় – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৩, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বক্স অফেসে চলছে কান্তারা ঝড়

newsuk
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৫
বক্স অফেসে চলছে কান্তারা ঝড়

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : প্রেক্ষাগৃহে বর্তমানে আলোচনায় ঋষভ শেঠির নতুন ছবি ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’। মুক্তির আট দিনের মধ্যেই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে, ভেঙে দিয়েছে একাধিক রেকর্ডও। ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই ছবিটি মুক্তি পায় ২ অক্টোবর। তিন বছর পর ‘কান্তারা’-এর সিক্যুেয়ল হিসেবে নির্মিত এই চলচ্চিত্রের গল্প দর্শকের মনে দাগ কেটেছে। ৫ হাজার বছরেরও বেশি পুরনো এক কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা; সবই করেছেন ঋষভ নিজে। একই দিনে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত রোম্যান্টিক কমেডি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’। তবে সেই ছবি বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর গতি থামাতে পারেনি। প্রায় ২১২ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি প্রথম দিনেই আয় করে ৬১ কোটি রুপি। স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির আট দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩৫ কোটি রুপি (প্রায় ৪৪০ কোটি টাকা)। চূড়ান্ত হিসাব প্রকাশের পর এই অঙ্ক আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code