ডেস্ক রিপোর্ট : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে। পূর্ববর্তী সতর্কতার কয়েক ঘণ্টা পর শুক্রবার গভীর রাতে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ফিলিপাইনের মাতি থেকে এএফপি এ খবর জানিয়েছে। ভূমিকম্পটি সন্ধ্যা স্থানীয় সময় ৭টা ১২ মিনিটে (১১১২ জিএমটি) এ আঘাত হানে। যার ফলে ফিলিপাইনের ভূমিকম্পবিদ্যা অফিস ‘প্রাণঘাতী সুনামির উচ্চতা’ সম্পর্কে সতর্ক করে এবং উপকূলীয় বাসিন্দাদের ‘অবিলম্বে উঁচু স্থানে সরে যেতে অথবা আরো দূরে সরে যেতে’ আহ্বান জানিয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।