ডেস্ক রিপোর্ট: এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে নিজেদের মাঠে আরও একটি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ‘বহুজাতিক’ হংকং চায়না। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে হারানোর প্রতিশ্রুতি মিলেছে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে। বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস, নাগরিক টিভি, আই স্ক্রিন ও বংগ বিডি। এশিয়ান কাপে বাংলাদেশের অবস্থান সুখকর নয়। ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। বাংলাদেশ ও ভারত একটি করে পয়েন্ট নিয়ে তলানিতে। বাছাই পর্বে টিকে থাকতে হলে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। তাই তো জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিন ধরে অনুশীলন করছি, বড় এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাদের হারানোর সেই সামর্থ্য আমাদের আছে। আমাদের কোয়ালিটি স্কোয়াডও আছে।’
নিজেদের মাঠে ম্যাচটি যে গুরুত্বপূর্ণ সেটা জোর দিয়ে বলেছেন কোচ, ‘এই ম্যাচটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি প্রস্তুত আগামীকালের জন্য। দর্শকভর্তি স্টেডিয়ামে খেলতে পারবো—এটা ভেবেও আমরা দারুণ রোমাঞ্চিত।’হংকংয়ের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছেন কোচ। তার ভাষায়, ‘শেষ কয়েকদিন ধরে আমরা হংকং দলের শক্তি, দুর্বলতা সব কিছু বিশ্লেষণ করেছি। হংকংও সিঙ্গাপুরের মতো মানের দল।’ হংকং দলে অন্তত পাঁচটি বিভিন্ন দেশের বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। এর মধ্যে ব্রাজিলেরই ৫ জন! এছাড়া জাপান, ক্যামেরুন ও নিউজিল্যান্ডের খেলোয়াড়ও আছে। কাবরেরা অবশ্য সেটা নিয়ে চিন্তিত নন, ‘এটা বড় বিষয় নয়। শেষ পর্যন্ত তো আমরা পুরো দলটার বিপক্ষেই খেলবো, খেলোয়াড়দের পাসপোর্ট দেখে নয়। আমরা আগামীকালের ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছি, সবাই খুব মনোযোগী।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।