বাগরাম ঘাঁটিতে মার্কিন উপস্থিতি চায় না আফগান প্রতিবেশীরা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:১৯, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বাগরাম ঘাঁটিতে মার্কিন উপস্থিতি চায় না আফগান প্রতিবেশীরা

newsuk
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
বাগরাম ঘাঁটিতে মার্কিন উপস্থিতি চায় না আফগান প্রতিবেশীরা

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:  আফগানিস্তানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো মস্কোতে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগরাম সামরিক ঘাঁটি পুনর্দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রও রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এ বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার আয়োজনে অনুষ্ঠিত ‘মস্কো ফরম্যাট’ বৈঠকে অংশ নেয় ১০টি দেশ। এগুলো হলো- রাশিয়া, চীন, ইরান, ভারত, পাকিস্তান এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ। এটি ছিল সপ্তম বৈঠক। তবে প্রথমবারের মতো এতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যোগ দেন।

Manual1 Ad Code

বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা বাগরামের নাম সরাসরি উল্লেখ না করলেও দেশগুলো স্পষ্ট করে জানায়,আফগানিস্তান বা এর প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কোনও দেশের সামরিক অবকাঠামো গড়ে তোলা ‘অগ্রহণযোগ্য’। এতে বলা হয়েছে, এ ধরনের প্রচেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থবিরোধী।বৈঠক শেষে মস্কোতে সংবাদ সম্মেলনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন,আফগানিস্তান একটি স্বাধীন দেশ। ইতিহাসে কখনোই বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেয়নি। আমাদের সিদ্ধান্ত স্পষ্ট, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code