ডেস্ক রিপোর্ট
ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা নিতে একত্রিত হয়েছে ২৩টি দেশ। এই নতুন জোটে বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড সম্প্রতি যুক্ত হয়েছে। আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি জরুরি বৈঠকে বসবে এই দেশগুলো। মূল আলোচ্য বিষয় ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কী ধরনের কার্যকর কূটনৈতিক ও আইনি ব্যবস্থা নেওয়া যায়।
এই সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা ও কলম্বিয়া। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, এ বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে বৈশ্বিক সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, “কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয় এবং প্রতিটি অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, এই জোট আন্তর্জাতিক ন্যায়ের পক্ষে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।
উল্লেখ্য, ইসরায়েলের ২০২৩ সালের গাজা অভিযানকে কেন্দ্র করে এই জোটের ভিত্তি তৈরি হয়। জাতিসংঘের বিভিন্ন তথ্য অনুযায়ী, ওই অভিযান চলাকালে ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ এবং প্রায় ২০ লাখ মানুষ এখন চরম খাদ্যসংকটে রয়েছে।
কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “গণহত্যা বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া এমন অন্যায়ের বিরুদ্ধে কখনো নির্লিপ্ত থাকতে পারে না।”
জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগ শহরে গঠিত হয় এই জোটের সূচনা—যেটি পরিচিত ‘হেগ গ্রুপ’ নামে। প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে রয়েছে বলিভিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং কলম্বিয়া।
এইবার বোগোটা সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো হলো—আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন। ডেস্ক বিজে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।