স্পোর্টস ডেস্ক
তিলক ভার্মার ব্যাটে ভর করে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। এ নিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল সূর্যকুমার যাদবের দল।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৪৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারটা দেখে-শুনেই খেলেন দুই ভারতীয় ওপেনার। দ্বিতীয় ওভারে চড়াও হতে চেয়েছিলেন অভিষেক শর্মা। কিন্তু ফাহিম আশরাফের করা বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের দুই ওভারে আরও দুটি উইকেট হারায় ভারত। শাহিন আফ্রিদির বলে সূর্যকুমার ও ফাহিম আশরাফের বলে শুভমান গিল আউট হলে চাপে পড়ে ভারত।
এমন অবস্থায় পাকিস্তান যখন জয়ের স্বপ্ন দেখা শুরু করে তখনই ঘুরে দাঁড়ান ভারতের দুই ব্যাটার তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। দুজনই দুর্দান্ত ব্যাট করতে থাকেন। দলীয় ৭৭ রানে সাঞ্জু স্যামসন ২৪ রান করে ফিরে গেলে আবারও কিছুটা চাপে পড়ে ভারত।
পরে শিবম দুবে এসে তিলক ভার্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। কিন্তু ১৩৭ রানের মাথায় শিবম দুবে আউট হলে গেলে খেলায় আবার উত্তেজনা ফিরে আসে। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই জয়ের দেখা পায় ভারত।
দলের পক্ষে তিলক ভার্মা ৫৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। এছাড়া অভিষেক শর্মা ৫, সূর্যকুমার ১ ও গিল ১২ রান করেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছাড়তে শুরু করেন শাহিবজাদা ফারহান। পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও উইকেট হারায়নি পাকিস্তান।
উদ্বোধনী জুটি হিসেবে শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৮৪ রান যোগ করেন। তবে বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দেওয়ার পর ফারহান আউট হন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৭ রান।
এরপর পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। পরপর ৫ ওভারে ৭ ব্যাটারকে হারিয়ে তারা চাপে পড়ে। ১৭তম ওভারে কুলদীপ যাদব একাই ৩ উইকেট তুলে নেন। ২১ রানের ব্যবধানেই পাকিস্তান হারায় ৭ উইকেট। পরের দুই ব্যাটারও দ্রুত আউট হন। সব মিলিয়ে মাত্র ৩৩ রান তুলতেই পরের ৮ ব্যাটার আউট হয়ে ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফখর জামান ৩৫ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। কুলদীপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ভারতের জন্য কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৪ উইকেট। এছাড়া অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।