মধুখালীতে স্বাস্থ্য সম্মত খাদ্য বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫৭, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মধুখালীতে স্বাস্থ্য সম্মত খাদ্য বিতরণ

ADMIN, USA
প্রকাশিত মে ১৭, ২০২০
মধুখালীতে স্বাস্থ্য সম্মত খাদ্য বিতরণ

মধুখালী (ফরিদপুর):
আজ রোববার বেলা দশটায় ফরিদপুরের মধুখালী উপজেলার প্রাণি সম্পদ অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকায় এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে স্বাস্থ্য সম্মত খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। খাদ্য হিসেবে আটা, দুধ, ডিম, তেল, ছোলা, ডাল, চিনি, সেমাই, সাবান এবং নগদ ১০০ টাকা করে প্রায় ৩০ জন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মোহাম্মদ, মধুখালী উপজেলা চেয়ার ম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, কামালদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুল বাশার, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. মো. শফিকুল ইসলাম, উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মো.হাবিবুর রহমান, মো. মিজানুর রহমান, সোহেল রানা, উত্তম বিশ^াস,রইচ উদ্দীন প্রমুখ।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস জানান, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের টাকায় অসহায় মানুষের পাশে দাড়াতেই তাদের সামান্যতম সহযোগিতারই আমরা কাজ করতে চেষ্টা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।