পাঁচ মাস পর মুক্ত হলেন রোনালদিনহো – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪২, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

পাঁচ মাস পর মুক্ত হলেন রোনালদিনহো

প্রকাশিত আগস্ট ২৫, ২০২০
পাঁচ মাস পর মুক্ত হলেন রোনালদিনহো

Manual7 Ad Code

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোকে দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি দিলেন প্যারাগুয়ের আদালত। অবৈধ পাসপোর্ট রাখার দায়ে প্যারাগুয়ের পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

Manual3 Ad Code

সোমবার তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহোর পাশাপাশি তার ভাইকেও রবের্তো দে অ্যাসিস মোরেইরাকেও মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক গুস্তাভো আমারিলা। তার বিরুদ্ধেও অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগ আনা হয়েছিল।
সাধারণত প্রতিবেশী দেশ ব্রাজিলের কেউ প্যারাগুয়েতে প্রবেশ করলে পাসপোর্টের দরকার হয় না। তা জেনেও নিজের ম্যানেজার ভাইয়ের সঙ্গে জাল পাসপোর্ট নিয়ে গত ৪ মার্চ প্যারাগুয়েতে প্রবেশ করেন ৪০ বছর বয়সী রোনালদিনহো।

শুরুতে তাদের গ্রেফতার করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা পর্যন্ত আসুনসিওনের একটি হোটেলেই অবস্থান করতে বলা হয় তাদেরকে। দুই দিন পর রোনালদিনহো ও তার ভাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

Manual4 Ad Code

এক মাস জেলে থাকার পর বেশ কয়েকবার আপিল করলে আদালত রোনালদিনহো ও তার ভাইকে ‘হাউস অ্যারেস্টে’ পাঠায় আদালত। সোমবার তাদের মুক্তি দেওয়ার রায় আসল।

Manual2 Ad Code

রায়ে বিচারক বলেন, কোনও দেশে রোনালদিনহোকে ভ্রমণে যেতে আর কোনও বাধা নেই। তবে তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে আমাদের জানাতে হবে।

মুক্তি পেতে রোনালদিনহো ও তার ভাই সব শর্ত পূরণ করেছে বলেও উল্লেখ করেন আদালত। জরিমানা হিসেবে ৯০ হাজার ডলার; আর তার ভাই জরিমানা দেন ১ লাখ ১০ হাজার ডলার। সূত্র: ইএসপিএন

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code