নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩১ আগষ্ট,সোমবার সন্ধ্যায় ‘মাদকাসক্তি থেকে মুক্তি ও সচেতনতা’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।আটলান্টিক সিটির ম্যাক ক্লিনটন পার্কে ‘রিকভারি ফোর্স’ এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব মাইক লোপেজ এর সনচালনায় সভায় বক্তব্য রাখেন ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ,কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডী,এসেম্বলীম্যান জন আরমাতো,ফ্রি হোল্ডার কারেন ফিজ প্যাট্রিক,আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেফলার,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,হ্যাক সভাপতি বার্ট লোপেজ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা মাদকাসক্তির কুফল তুলে ধরে যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।সভায় অংশগ্রহনকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মাদকাসক্তদের কল্যানে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উপস্হিত শ্রোতাদের অবহিত করেন।

সভায় মাদকাসক্তির করাল গ্রাস থেকে মুক্ত হওয়া কয়েকজন ভুক্তভোগী তাদের দু:সহ অভিজ্ঞতার আখ্যান শ্রোতাদের সামনে তুলে ধরেন।
আয়োজক সংগঠনের পক্ষে বব কাটালানু সভায় উপস্হিত
সকলকে ধন্যবাদ জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।