বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ দাবিকারি বক্তাকে গ্রেফতারের আহ্বান নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজের85955 – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪৫, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ দাবিকারি বক্তাকে গ্রেফতারের আহ্বান নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজের85955

প্রকাশিত নভেম্বর ১৯, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণ দাবিকারি বক্তাকে গ্রেফতারের আহ্বান নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজের85955

Manual7 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তোলার ধৃষ্টতার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ১৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় ভাস্কর্য অপসারণ দাবিকারি বক্তা এবং নেতৃত্বকে গ্রেফতারের আহ্বান জানানো হয়েছে।  নিউইয়র্কের সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পথসভায়  সরকারের প্রতি দাবি জানানো হয় বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলায় উপজেলায় স্থাপন করার জন্য।

Manual7 Ad Code

প্রতিবাদ সভার সমন্বয়ক নাট্যকার ও সাংবাদিক তোফাজ্জল লিটন এর সঞ্চালনায় অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী  বলেন, আমরা লালনের ভাস্কর্য, হাইকোর্টের সামনের ভাস্কর্য এবং সনাতন ধর্মের মূর্তী ভাঙ্গার প্রতিবাদ করেছি সরকার কোনো কর্ণপাত না করে মৌলবাদীদের আস্কারা দিয়েছেন। তাই এখন এইসব ধর্মন্ধরা জাতিন জনকের ভাস্কর্য অপসারনের দাবি তোলার মতো স্পর্ধা দেখাতে পারে। তাদেরদে দ্রুত গ্রেফতারের দাবি জানাই। বঙ্গবন্ধুসহ জাতীয় সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলোয় উপজেলায় স্থাপন করার জন্য সরকারের প্রতি আহবান জানাই।

যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, বঙ্গবন্ধু কোনো দলের না, তিনি মানেই পুরো বাংলাদেশে। তিনি আমাদের কলিজা। এই কলিজা নিয়ে কথা বললে আমরা বসে থাকবো না। আমরা তাদের মুখ চিরতরে বন্ধ করে দবো।

Manual8 Ad Code

নিউইয়র্ক  প্রজন্ম ৭১ এর সভাপতি শিবলী সাদিক বলেন, এই সব কাটমোল্লাদের আস্ফালন দিন দিন বেড়ে চলেছে। তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। তাদেরকে এখনি রুখে না দিলে তারা দেশটাকে পাকিস্তান আফগানিস্তান বানিয়ে ছাড়বে।

বাংলাদেশ ক্লাব ইউ এস এর সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবার আহ্বান জানাই জননেত্রী শেখ হাসিনার প্রতি।

Manual4 Ad Code

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া অনু. বিভাস মল্লিক।  প্রতিবাদ ও পথসভায় সংহতি জানান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইয়াসমিন ফাত্তাহ ঝর্ণা, গোলাম হোসেন কুটি, মহানগর আওয়ামী লীগ’র সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংবাদিক আব্দুল হামিদ এবং শাহ জে চৌধুরী।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code