সার্ভার অকার্যকর, স্পেন দূতাবাসে পাসপোর্ট ইস্যু বন্ধ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৫৯, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সার্ভার অকার্যকর, স্পেন দূতাবাসে পাসপোর্ট ইস্যু বন্ধ

প্রকাশিত নভেম্বর ২০, ২০২০
সার্ভার অকার্যকর, স্পেন দূতাবাসে পাসপোর্ট ইস্যু বন্ধ

Manual5 Ad Code

বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদের পাসপোর্ট/ভিসাসংক্রান্ত সার্ভার অদ্য সকালে অকার্যকর হয়ে পড়ায় দূতাবাসে পাসপোর্ট/ভিসাসংক্রান্ত যাবতীয় কাজ যেমন- নতুন পাসপোর্ট ইস্যু, রি-ইস্যু, ফিঙ্গার গ্রহণ, ভিসা প্রদান, স্প্যানিশ পাসপোর্টে নো-ভিসা প্রদান ইত্যাদি কার্যক্রম পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Manual6 Ad Code

বার্সেলোনায় আসন্ন ২১-২২ নভেম্বরের কনস্যুলার সার্ভিসে পাসপোর্ট ডেলিভারি, সার্টিফিকেট ইস্যু, পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কার্যক্রম চলবে। এ কনস্যুলার সার্ভিসে পাসপোর্ট রি-ইস্যু, নো-ভিসা ইস্যু ইত্যাদি কার্যক্রম হবে না।

Manual5 Ad Code

 

দূতাবাস পাসপোর্ট অধিদফতর ঢাকার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য দ্রুততম সময়ে সমস্যা সমাধান করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। উল্লেখ্য, পাসপোর্ট সার্ভারটি পাসপোর্ট অফিস ঢাকার সহযোগিতায় কার্যকর করতে হবে বিধায় এক্ষেত্রে সময়ের প্রয়োজন হবে।

Manual4 Ad Code

দূতাবাসের পাসপোর্ট সার্ভার সমস্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ, স্পেন প্রবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code