প্রশ্নফাঁসের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৫৮, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রশ্নফাঁসের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২২
প্রশ্নফাঁসের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ: আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা রূপরেখা-২০২১ এর অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কারও পক্ষে প্রশ্নফাঁস করা সম্ভব নয়। যদি কেউ এ বিষয়ে গুজব ছড়ায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।