আহমাদুল কবির, মালয়েশিয়া: বাংলাদেশি অধ্যাপক এম. এ. হান্নান জাতিসংঘের Intergovernmental Panel on Climate Change (IPCC)–এর সপ্তম মূল্যায়ন প্রতিবেদনে (Seventh Assessment Report) নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। তিনি Working Group III–এর Chapter 11: Transport and Mobility Services and Systems শাখায় Coordinating Lead Author (CLA) হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই মর্যাদাপূর্ণ নিয়োগ ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত চার বছরের জন্য কার্যকর থাকবে। অধ্যাপক হান্নানের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে মালয়েশিয়ার Ministry of Natural Resources and Environmental Sustainability (NRES), এবং আইপিসিসি ব্যুরো তাঁর বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সামাজিক-অর্থনৈতিক জ্ঞান, ভৌগোলিক প্রতিনিধিত্ব, দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য ও অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে নির্বাচিত করেছে।
এই নিয়োগের মাধ্যমে অধ্যাপক হান্নান বৈশ্বিক পর্যায়ে টেকসই পরিবহন, জ্বালানি ব্যবহার ও কার্বন নির্গমন হ্রাসের কৌশল প্রণয়নে অন্যতম নেতৃত্বমূলক ভূমিকা পালন করবেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে Distinguished Professor হিসেবে কর্মরত। ২০২২ ও ২০২৩ সালে Clarivate Analytics তাঁকে ইঞ্জিনিয়ারিং খাতে Highly Cited Researcher (HCR) হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্বের শীর্ষ ১% সাইটেশনের ভিত্তিতে তিনি বিশ্বের মাত্র ০.১% শীর্ষস্থানীয় বিজ্ঞানীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন।
আইপিসিসির Working Group III মূলত জলবায়ু পরিবর্তন প্রশমনে (mitigation) বৈজ্ঞানিক ও নীতিগত সুপারিশ প্রণয়ন করে থাকে। পরিবহন খাত বিশ্বব্যাপী কার্বন নির্গমনের অন্যতম প্রধান উৎস, যেখানে উদ্ভাবনী প্রযুক্তি, স্মার্ট মোবিলিটি ও সবুজ জ্বালানির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধ্যাপক হান্নানের দীর্ঘ গবেষণা অভিজ্ঞতা—বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা ও বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা (Intelligent Transportation Systems) বিষয়ে—এই অধ্যায়ের কাজকে আরও সমৃদ্ধ ও প্রভাবশালী করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
এই নিয়োগ কেবল অধ্যাপক হান্নানের ব্যক্তিগত সাফল্য নয়, বরং মালয়েশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা খাতের আন্তর্জাতিক অবস্থানকেও আরও সুদৃঢ় করেছে। জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে মালয়েশিয়ার অগ্রযাত্রায় তাঁর নেতৃত্ব নতুন মাত্রা যোগ করবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে কার্বনমুক্ত পরিবহন, স্মার্ট নগরায়ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার গবেষণাকে বৈশ্বিক নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার নতুন সম্ভাবনাও তৈরি হবে তাঁর নেতৃত্বে।
অধ্যাপক হান্নান এই নিয়োগ প্রসঙ্গে বলেন,এই নিয়োগ কেবল আমার নয়, বরং মালয়েশিয়া, বাংলাদেশ এবং গ্লোবাল সাউথ বৈজ্ঞানিক সমাজের সম্মান। আমি বিশ্বাস করি, বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সম্মিলিত উদ্যোগই হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের মূল চাবিকাঠি।
তিনি আরও বলেন, পরিবহন খাতে টেকসই প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও বুদ্ধিমান অবকাঠামো উন্নয়ন জলবায়ু পরিবর্তন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং আমি সেই প্রক্রিয়ার অংশ হতে পেরে গর্বিত।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।