মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:৩৪, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

newsuk
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও দুজন। কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) নিহত হন।তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে যাচ্ছিলেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে গাড়িটি রাস্তার বাম দিকে ছিটকে যায়। ওই দুর্ঘটনায় মো. হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০) নামে আরও দুজন আহত হন বলেও জানান তিনি। তাদের চিকিৎসার জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) পাঠানো হয়েছে। মোহাম্মদ আদলি বলেন, প্রাথমিক তদন্তে আরও দেখা গেছে যে এমপিভির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গেছে।

Manual4 Ad Code

Desk: K

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code