শেষ হলো দুবাইয়ে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব

Daily Ajker Sylhet

newsup

০৮ নভে ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ণ


শেষ হলো দুবাইয়ে বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব

ডেস্ক নিউজ: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে শেষ হলো বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রবাসী বাঙালিদের প্রাণের বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসব।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অনুষ্ঠিত এ জমকালো আয়োজনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।

শেষদিনে ছিল জমজমাট আয়োজন, আমিরাতে প্রবাসী বইপ্রেমীদের আনাগোনায় মুখর ছিল তিন দিনব্যাপী বই মেলা। শিশু থেকে কিশোর-কিশোরীর কিংবা মধ্যবয়সী সবাই স্টলে স্টলে ঘুরে তাদের প্রিয় বইটি কিনেছেন। আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে অনেকে পরিবারের সদস্য নিয়ে এসেছেন। তবে মেলায় শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

মেলায় আশা ক্রেতা ও দর্শনার্থীরা বলেন, প্রবাসের মাটিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মেলা প্রতিবছরে করা দরকার।

রোববার ছুটির দিন হিসেবে মেলার শেষ দিন সরেজমিনে দুবাই বই মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ এই বইমেলায় অংশ নিয়েছে। সকাল থেকে ভিড় কম থাকলেও বিকেল হতে মেলার শেষ ঘণ্টা পর্যন্ত মানুষের পদচারণয় মেলা মুখর হয়ে উঠে। সেখান থেকে তারা বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন ধরনের বই কিনেছেন প্রবাসী বাঙালিরা। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।