প্যারিস প্রতিনিধি : এক সপ্তাহ ধরে বর্জ সংগ্রহকারীদের ধর্মঘটের কারণে প্যারিসের বিশাল এলাকার রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা স্তূপ। ফ্রান্সের রাজধানী জমা হয়েছে কয়েক হাজার টন বর্জ্য।
ফ্রেঞ্চ রেডিওর কাছে প্যারিসের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, এই নোংরা-আবর্জনা ইঁদুর ও তেলাপোকাকে আকৃষ্ট করছে।
ম্যাক্রোঁ সরকারের পেনশনের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। প্যারিস ছাড়াও নান্তেন, রেনস ও লে হাবরেও এই ধর্মঘটের প্রভাব পড়ছে।
এক সপ্তাহ আগে আবর্জনা সংগ্রহকারীরা পেনশন ধর্মঘটে যোগ দেন। প্যারিস কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের ধর্মঘটের কারণে জেলা শহরের অর্ধেক এলাকায় আবর্জনা সংগ্রহ বন্ধ হয়ে পড়েছে।
সোমবার প্যারিস কর্তৃপক্ষ বলেছে, ৫ হাজার ৬০০ টন ময়লা এখনও সংগ্রহ করা বাকি রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।