দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীরা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৪১, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীরা

editorbd
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৪
দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীরা

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র ,প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে দেশটির থিংকট্যাংক সংস্থা দ্য ক্যাটো ইনস্টিটিউট। সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক এই সংস্থাটি, সেখানে বলা হয়েছে, চলতি ২০২৪ সালে মাত্র ৩ শতাংশ আবেদনকারীকে গ্রিন কার্ড (আবাসন) দেওয়া হবে।খবর বাপসনিউজ।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য গ্রিন কার্ড অপরিহার্য একটি নথি। স্থায়ীভাবে বসবাস এবং যে কোনো প্রতিষ্ঠানের বৈধ কর্মী হওয়ার জন্য গ্রিন কার্ড অপরিহার্য। অতীতে এক গ্রিন কার্ডেই উভয় চাহিদা পূরণ হতো, তবে এখন বসবাস ও কর্মসংস্থানের জন্য আলাদা কার্ডের প্রয়োজন পড়ে।ক্যাটো ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৪৭ লাখ গ্রিন কার্ডের জন্য আবেদন পড়েছে। আর কর্মসংস্থানের জন্য ১৮ লাখ আবেদন পড়েছে। এই সংখ্যক আবেদনের মধ্যে এবার বৈধ আবাসনের জন্য ৩ শতাংশ এবং কর্মসংস্থানের জন্য ৮ শতাংশ আবেদনকারীর আবেদন মঞ্জুর করে গ্রিনকার্ড প্রদান করবে যুক্তরাষ্ট্র। চলতি বছর ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়।উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে গ্রিন কার্ড ইস্যুর হার সীমিত রাখার নীতি মেনে চলছে যুক্তরাষ্ট্র।ক্যাটো ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, চলতি বছর আবাসন এবং কর্মসংস্থান বাবদ মোট ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়।আবেদনপত্রের জট কাটানোর জন্য নিজেদের শ্বেতপত্রে আবাসন-কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকটি ক্যাটাগরি সংযোজনের প্রস্তাব দিয়েছে ক্যাটো ইনস্টিটিউট। সেই সঙ্গে প্রতি বছর অন্তত ৩৫ লাখ মানুষকে কোনো না কোনো ক্যাটাগরির অন্তত একটি গ্রিনকার্ড প্রদানের সুপারিশও করেছে সংস্থাটি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code