বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:৩৯, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স

newsuk
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫
বিতর্কিত কীটনাশক বিল নিয়ে রায়ের অপেক্ষায় ফ্রান্স

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ফ্রান্সের সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সে দেশে বিতর্কিত কীটনাশক বিলের বৈধতার ব্যাপারে রায় দেবে। মৌমাছির জন্য ক্ষতিকর হলেও ইউরোপের কৃষকদের ফসল ফলানোর জন্য অত্যন্ত জরুরি এসব কীটনাশক ব্যবহারের অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে ওই রায়ে।প্যারিস থেকে এএফপি জানায়, তথাকথিত ‘ডুপ্লম্ব আইন’ কীটনাশক অ্যাসিটামিপ্রিড ব্যবহারের অনুমতি দিতে পারে এ শঙ্কায় ফ্রান্সের অনেক নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাসায়নিকটি ব্যবহারের ফলে ফুলের পরাগরেণু নষ্ট হয়ে যায়। কীটনাশকটি মৌমাছি ও পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। গত ৮ জুলাই ফ্রান্সের আইনপ্রণেতারা বিলটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। পার্লামেন্টের নিম্নকক্ষে সঠিকভাবে ভোটাভুটির মাধ্যমে মতামত যাচাই না করেই তাড়াহুড়ো করে বিলটি জনগণের ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বিলটির বিরোধিতা করে ছাত্র-নেতৃত্বাধীন একটি পিটিশনে ২০ লক্ষাধিক মানুষ স্বাক্ষর করেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, তিনি সাংবিধানিক পরিষদের রায় শোনার অপেক্ষায় রয়েছেন। স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬ টায় রায় জানানো হবে। এতে ওই আইনের সাংবিধানিক বৈধতা সম্পর্কে আদালতের সিদ্ধান্ত জানা যাবে। আইনটি বহাল থাকলে মাক্রোঁর কাছে এটি কার্যকর করার জন্য অথবা সংসদে ভোটাভুটির অনুরোধের জন্য দুই সপ্তাহ সময় থাকবে।

Manual4 Ad Code

Desk: K

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code