ইতালির ত্রেভিজোতে দুইদিনব্যাপি কনস্যুলার সেবা অনুষ্ঠিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:২৩, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইতালির ত্রেভিজোতে দুইদিনব্যাপি কনস্যুলার সেবা অনুষ্ঠিত

প্রকাশিত মার্চ ২৬, ২০১৯
ইতালির ত্রেভিজোতে দুইদিনব্যাপি কনস্যুলার সেবা অনুষ্ঠিত

Manual3 Ad Code

ইতালি প্রতিনিধি

ইতালির ত্রেভিজো শহরে বাংলাদেশ কনস্যুলেট মিলান এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন ত্রেভিজো এর সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান কনস্যুলার সেবা শনিবার ও রবিবার দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ত্রেভিজো শহরের স্থানীয় একটি হলরুমে দুইদিনব্যাপী এই কনস্যুলেট সার্ভিসে  প্রায় তিন শতাধিকের বেশি প্রবাসী কনসুলার সেবা গ্রহণ করেন।

Manual8 Ad Code

Manual3 Ad Code

এই কার্যক্রমে মিলান কনসাল জেনারেল ইকবাল আহমেদ,কনসাল সামসুল আহসান,ভাইস কনসাল রফিকুল করিম,প্রশাসনিক কর্মকর্তা কাজী নাসিবুল ইসলাম,সুবীর চন্দ্র সরকার  উপস্থিত ছিলেন। এসোশিয়েশনের সভাপতি ওবায়দুর রহমান,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান  তন্ময়,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, কোষাদক্ষ আসাদুজ্জামান সোহাগ,প্রধান উপদেষ্টা হাওলাদার আমিনুল ইসলাম পান্না,সিনিয়র উপদেষ্টা সামির হোসেন বাবু,উপদেষ্টা আবজাল হোসেন,আব্দুল হাকিম,জাহাঙ্গীর আলম,আক্তার হোসেন,সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক সহ সমিতির সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এই কনস্যুলার সেবায় পাসপোর্ট নবায়ন,নো ভিসা সার্টিফিকেট,নতুন পাসপোর্ট ,ফ্যামিলি সার্টিফিকেট সহ দূতাবাসের সংশ্লিষ্ট সকল কার্যক্রম প্রবাসীরা খুব সহজেই পেয়েছেন। এই ধরণের কনসুলার সেবার ফলে প্রবাসীদের কাজ সহজ ভাবে পেয়ে থাকেন। কনস্যুলেটের এই উদ্যোগ কে প্রবাসীরা স্বাগত জানান এবং অব্যাহত রাখার অনুরুধ করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code