নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩৭, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন

প্রকাশিত আগস্ট ২৬, ২০২০
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

নওগাঁ প্রতিনিধি
ইয়াসমিন হত্যার ২৫ বছর ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকল সড়ে ১১ টায় শহরের মুক্তির মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ জেলা শাখার উদ্যেগে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা সমাজতান্ত্রিক মহিলা ফেরামের সাধারণত সম্পাদক নাসরিন আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রোন্ডের সভাপতি কালিপদ সরকার, নওগাঁ জেলা ছাত্র ফ্রোন্ডের মিজানুর রহমান, সোনালী ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের অন্যতম সদস্য তারামনি তিগ্যা, মৃত্তিকা আবেদীন।
বক্তারা বলেন, দেশে বিচারহীনতায় চলায় ইয়াসমিন হত্যার ২৫ বছর পার হলেও এখনো বিচার হয়নি। সারাদেশে নারীরা ঘরে-বাইরে ভিন্ন মাত্রায় ভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের এই মাত্রা এখনো কমেনি বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। এই নির্যাতন ও সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন ও সব ধরনের সহিংসতা বন্ধ এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code