ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নয়: খামেনি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৪২, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নয়: খামেনি

newsup
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
ইসরায়েলের প্রতি সমর্থন ত্যাগ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা নয়: খামেনি

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual4 Ad Code

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে তাদের নীতি পরিবর্তন করে এবং ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করে, তবেই ইরান তাদের সঙ্গে সহযোগিতার বিষয় বিবেচনা করবে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে তিনি বলেন, ‘‘যদি তারা জায়নবাদী শাসনের প্রতি সমর্থন সম্পূর্ণভাবে ত্যাগ করে, এখান থেকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করে এবং এই অঞ্চলে হস্তক্ষেপ থেকে বিরত থাকে, তাহলে এটি (সহযোগিতা) বিবেচনা করা যেতে পারে।’’

Manual2 Ad Code

খামেনি আরও বলেন, ‘‘যদি দেশ শক্তিশালী হয় এবং শত্রু বুঝতে পারে যে, এই শক্তিশালী জাতির মুখোমুখি হলে ক্ষতি হবে, লাভ নয়, তবে দেশ অবশ্যই অনাক্রম্যতা পাবে।’’

Manual5 Ad Code

ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি রয়েছে। বিশেষ করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও একই প্রক্রিয়া শুরু করে।

এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরাকে বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে ‘আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত’। তবে তিনি স্পষ্ট করেন, আলোচনার বিষয় কেবল পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ থাকবে; ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code