ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ইনকিলাব পার্টি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৪২, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ইনকিলাব পার্টি

newsup
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
ভোলায় বিজেপি-বিএনপি সংঘর্ষের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ইনকিলাব পার্টি

Manual1 Ad Code

ঢাকা ডেস্ক

Manual8 Ad Code

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইনকিলাব পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আহম্মেদ শাকিল।

শনিবার ০১/১১/২০২৫ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বিজেপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এক বিবৃতিতে আহমেদ শাকিল বলেন, “রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সংঘর্ষ ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার মাধ্যমে গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের বিপ্লব ও আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এ ধরনের সহিংসতা উদ্দেশ্যমূলক হতে পারে। আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে একটি সুন্দর, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়েছি—তাই নিজেদের মধ্যে বিভাজন বা সংঘর্ষ একেবারেই কাম্য নয়।”

Manual4 Ad Code

তিনি আরো বলেন, “রাজনীতিতে সহিংসতা নয়, শান্তি ও সংলাপই হতে পারে সমাধান। সকল রাজনৈতিক দলকে সংযম ও সহনশীলতার পরিচয় দিতে হবে।”

তিনি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক আদর্শ ও জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেন।

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code