মৌলভীবাজারে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৪১, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মৌলভীবাজারে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

newsup
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
মৌলভীবাজারে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

Manual1 Ad Code

সিলেট ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের সম্ভাব্য নাম ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জেলায় ধানের শীষের প্রার্থীরা হলেন মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে নাছির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ (কুলাউড়া) শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী হাজি (মুজিব)।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।

নাম ঘোষণার পর বিএনপি মহাসচিব বলেন, ‌‘২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। তবে প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

তিনি বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে, এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলোও আমরা চেঞ্জ করতে পারি।’

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘এখন যেটা আমরা ঘোষণা করলাম সেটা হলো, সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।’

 

 

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code