বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৪২, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

newsup
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

Manual7 Ad Code

 

ঢাকা ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এই তালিকায় দলটির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম অনুপস্থিত।

রোববার সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “এটি দলের প্রাথমিক তালিকা। প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন আনা হতে পারে।”

ঘোষিত তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানের নাম। বাদ পড়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরও।

Manual7 Ad Code

এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নামও তালিকায় নেই।

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত মুখ রুমিন ফারহানার নামও অনুপস্থিত এই তালিকায়।

ঢাকা-১০ আসনে পূর্বে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও নেতা রবিউল ইসলাম রবির নামও এবার বাদ গেছে। একইভাবে মাগুরা আসনে মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নও তালিকায় জায়গা পাননি।

দলীয় সূত্র জানায়, বিএনপির নীতিগত সিদ্ধান্ত ছিল—একই পরিবার থেকে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে না। সে কারণেই স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক এমপি রুমানা মাহমুদ এবার মনোনয়ন পাননি।

Manual5 Ad Code

তবে যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা প্রয়াত হয়েছেন, সেসব আসনে তাদের সন্তান বা স্ত্রীদের মনোনয়ন দিয়েছে দলটি—জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

 

Manual7 Ad Code


 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code