কুমিল্লা সিটি নির্বাচনের ভোটের দিন নির্ধারণ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৪০, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কুমিল্লা সিটি নির্বাচনের ভোটের দিন নির্ধারণ

newsup
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২২
কুমিল্লা সিটি নির্বাচনের ভোটের দিন নির্ধারণ

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

Manual2 Ad Code

তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে।

এর আগে কমিশনে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

তফসিল ঘোষণা অনুষ্ঠানে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এ তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এ সব ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

নিয়ম অনুযায়ী ১৬ মের মধ্যে কুমিল্লা সিটির নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও যথা সময়ে এই নির্বাচন করতে পারছে না কমিশন। তবে এতে আইনের কোনো ব্যত্যয় হবে না বলে মত দেন তিনি।

ইসি সূত্র জানা গেছে, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। সেই অনুযায়ী এর মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে।

Manual2 Ad Code

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে। মনিরুল হক সাক্কু গত ১০ বছর ধরে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে রয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code