প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি আ.লীগের নেতাদের সাক্ষাৎ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪৬, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি আ.লীগের নেতাদের সাক্ষাৎ

newsup
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২
প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি আ.লীগের নেতাদের সাক্ষাৎ

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ইতালি আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাতে প্রায় পঞ্চাশ মিনিট দলের বিভিন্ন বিষয় নিয়ে ইতালি আওয়ামী লীগ নেতাদের আলোচনা হয়। তারা বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে।
এ সময় উপস্থিত ছিলেন গত বছরের ২৮ নভেম্বরের ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া, সদস্য সচিব আবু সাঈদ খান, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, ইউরোপ আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি প্রমুখ।
তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলে নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
গত বছরের ২৮ নভেম্বর কাউন্সিলে সাবেক কমিটির ৮০ সদস্যের অনুমতিক্রমে মাহতাব হোসেন সভাপতি, সরদার লুৎফর রহমান সহ-সভাপতি, আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ও এম এ রব মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code