কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তনার সন্ধান, গুলি ও বিস্ফোরক উদ্ধার – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৩৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তনার সন্ধান, গুলি ও বিস্ফোরক উদ্ধার

banglanewsus.com
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩
কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তনার সন্ধান, গুলি ও বিস্ফোরক উদ্ধার

Manual1 Ad Code

পুলিশের কাউন্টার টেররিজম অ্যাান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আরো একটি জঙ্গি আস্তানা পাওয়ার কথা জানিয়েছে৷

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান৷
কুলাউড়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানছবি: Mahbubur Rahman/DW
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ আগস্ট) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুলাউড়ার কালাপাহাড়ের গভীর অরণ্যে অভিযান চালিয়ে জঙ্গি আস্তানাটির খোঁজ পায়৷ অভিযানে আস্তানাটি থেকে গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়৷ মৌলভীবাজার পুলিশ সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই অভিযানের কথা জানায়৷

Manual6 Ad Code

কাউন্টার টেরোরিজম অ্যাান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রধান মো আসাদুজ্জামান জানান, চার ঘণ্টার বেশি দুর্গম পথ পাড়ি দিয়ে আস্তানাটির সন্ধান পায় তারা৷ জঙ্গি আস্তানাটির মাটি খুড়ে ১৪ রাউন্ড পিস্তলের গুলি ও ছয় কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়৷

পুরো অভিযানটি পরিচালনা করতে মৌলভীবাজার জেলার গোয়েন্দা পুলিশ, কুলাউড়া থানার পুলিশ, সোয়াট এবং সিটিটিসির মোট ৬০ জন সদস্য অংশ নেয়৷

Manual1 Ad Code

সোমবার (১৪ আগস্ট) কুলাউড়া উপজেলার কর্মধা এলাকায় স্থানীয় সোর্সের সহায়তায় ১৭ জনকে আটক করে কুলাউড়া থানা পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদে নতুন এই আস্তানার তথ্য পাওয়া যায়৷ পরবর্তী জিজ্ঞাসাবাদে এই জঙ্গি দলের নেতৃত্বে কারা রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের ব্রিফিংযে জানানো হয়েছে৷

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code