শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০০, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

newsup
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Manual5 Ad Code

সংগ্রাম দত্ত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন, ২০০৯-এর সঠিক বাস্তবায়ন এবং সরকারি অফিসসমূহের ওয়েবপোর্টাল নিয়মিত হালনাগাদ রাখার অঙ্গীকার করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (৭অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘‘ডিজিটাল যুগে পরিবেশসংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রাণিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। সভাপতিত্ব করেন সনাক-শ্রীমঙ্গলের সহসভাপতি কাজী আছমা আক্তার।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সনাক সদস্য ও উপজেলা দুপ্রক সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমেদ, তথ্য উপকমিটির আহ্বায়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও ইয়েস সদস্য ইমন গোস্বামী।

Manual4 Ad Code

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠন ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ অর্ধশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “সরকারি সেবার তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল অফিসের ওয়েবপোর্টাল নিয়মিত হালনাগাদ রাখা জরুরি।”

Manual3 Ad Code

অনুষ্ঠানে সনাক ও টিআইবি পক্ষ থেকে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য ১৫ দফা সুপারিশ উপস্থাপন করা হয়। এর মধ্যে রাজনৈতিক দল ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, তথ্যপ্রকাশে প্রতিবন্ধক আইন সংস্কার, ওয়েবসাইটে পূর্ণাঙ্গ বাজেট ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ, এবং ব্রেইল পদ্ধতিতে তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code