ল্যাপটপ বাজারে আনল মটোরোলা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৩৭, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

banglanewsus.com
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫
ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।

মটো বুক ৬০-এর বৈশিষ্ট্য

Manual3 Ad Code

মটো বুক ৬০-এ রয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে ওএলইডি ডিসপ্লে, যাতে রয়েছে ডলবি ভিশন, এইচডিআর ও টিইউভি সার্টিফিকেশন। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ল্যাপটপটি একটি মিলিটারি-গ্রেড ধাতব কাঠামো রয়েছে, যার ওজন মাত্র ১ দশমিক ৩৯ কেজি। ল্যাপটপটি পাওয়া যাবে প্যান্টোন-কিউরেটেড ব্রোঞ্জ গ্রিন (সবুজ) ও ওয়েজউড (বেগুনি) রঙে।

ডিভাইসটি চালিত হচ্ছে ইন্টেলের সর্বশেষ কোর ৫-২১০ এইচ এবং কোর ৭-২৪০ এইচ প্রসেসরে। সেই সঙ্গে থাকছে ১৬ জিবি ডিডিআর ৫ র‍্যাম (যা ৩২ জিবি পর্যন্ত আপগ্রেডযোগ্য) এবং সর্বোচ্চ ১ টেরাবাইট পিসিআইই ৪.০ এসএসডি স্টোরেজ। এটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

ল্যাপটপটিতে রয়েছে স্মার্ট কানেক্ট নামের মাল্টি-ডিভাইস সিংক প্রযুক্তি, যা ব্যবহারকারীদের মটোরোলা স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে সহজে সংযোগ করতে সহায়তা করে। এর মধ্যে রয়েছে স্মার্ট ক্লিপবোর্ড, সুইপ টু শেয়ার এবং ফাইল ট্রান্সফার।

মটো বুক ৬০-এ রয়েছে ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫ দশমিক ৪।

ল্যাপটপটিতে বেশ কয়েকটি পোর্ট রয়েছে। সেগুলো হলো—দুটি ইউএসবি টাইপে ৩.২ জেন ১, দুটি ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ১ (ডিসপ্লেপোর্ট ১.৪ সহ), একটি এইচডিএমআই পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার এবং ৩.৫ এমএম অডিও জ্যাক।

মিউজিক ও অডিও শোনার জন্য রয়েছে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার। এদিকে ভিডিও কল বা অনলাইন ক্লাসের জন্য রয়েছে প্রাইভেসি শাটারসহ ১০৮০পি আইআর ওয়েবক্যাম। ডিভাইসটিতে আরও রয়েছে ডুয়েল মাইক্রোফোন এবং ৬০ ওয়াট-ঘণ্টা ব্যাটারি, যা ৬৫ ওয়াট ইউএসবি-সি ফাস্ট চার্জিং সমর্থন করে। এ ছাড়া ল্যাপটপটি একাধিক এআইভিত্তিক ফিচারও দেখা যাবে।

মটো বুক ৬০ পাওয়া যাবে তিনটি ভিন্ন কনফিগারেশনে। সেগুলোর দাম হলো—

ইন্টেল কোর ৫ (১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি এসএসডি) সংস্করণের মূল্য ৬১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৮৮ হাজার ১৬৩ টাকা

ইন্টেল কোর ৭ (১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি এসএসডি) সংস্করণের মূল্য ৬৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৯৯ হাজার ৫৩৯ টাকা

ইন্টেল কোর ৭ (১৬ জিবি র‍্যাম + ১ টিবি এসএসডি) সংস্করণের মূল্য ৭৩ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ৫ হাজার ২২৭ টাকা।

Manual2 Ad Code

ভারতে বাজারে ল্যাপটপটি পাওয়া যাবে ২৩ এপ্রিল ২০২৫ থেকে।

মটোরোলার নতুন ল্যাপটপ মটো বুক ৬০-এর সঙ্গে একই দিনে ভারতের বাজারে উন্মোচিত হচ্ছে তাদের নতুন ট্যাবলেট মটো প্যাড ৬০ প্রো। এই ট্যাবলেটটি মূলত অ্যান্ড্রয়েডভিত্তিক এবং পারফরম্যান্স ও ডিসপ্লে—দুই ক্ষেত্রেই ফ্ল্যাগশিপ মানের ফিচার নিয়ে এসেছে।

স্পেসিফিকেশন ও ফিচারসমূহ

মটো প্যাড ৬০ প্রোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ চিপসেট। এতে সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। পাশাপাশি, আছে মাইক্রোএসডি স্লট—যার মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত নেওয়া যাবে।

ট্যাবলেটটির ডিসপ্লে ১২.৭ ইঞ্চির এলটিপিএস এলসিডি, যার রেজল্যুশন ২,৯৪৪ x ১,৮৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে দেওয়া হয়েছে বিশাল ১০ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি, যা কোম্পানির দাবি অনুযায়ী সর্বোচ্চ ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে।

ডিজাইন ও রঙের বিশেষত্ব

মটো প্যাড ৬০ প্রো মূলত লেনোভো আইডিয়া ট্যাব প্রোর মতো স্পেসিফিকেশন নিয়ে এসেছে। তবে এর বড় পার্থক্য হচ্ছে ডিজাইনে—এই ট্যাবলেটটি পাওয়া যাবে প্যান্টোন কিউরেটেড ব্রোঞ্জ গ্রিন রঙে (সবুজ), যা দেখতে বেশ নজরকাড়া। এর মূল্য ২৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৪২ হাজার ৬৫৮ টাকা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code