মিশিগানে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অষ্টম বর্ষপূর্তি উদযাপন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৮, ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মিশিগানে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

newsup
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
মিশিগানে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

Manual3 Ad Code

মিশিগান ডেস্ক:

গত শুক্রবার ( ১৫ আগস্ট ) মিশিগানের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অষ্টম বর্ষপূর্তি উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় প্রবাসী কমিউনিটির বিপুল সংখ্যক অতিথি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ইফতেখার আহমদ হেলাল এবং সঞ্চালনায় ছিলেন আবুল হাসান রতন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হিফজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজার‌্যাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি সদস্য খাজা সাহাব আহমদ।

Manual3 Ad Code

মঞ্চে আসন গ্রহণ ও বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি আবদুল খালিক, গোয়াইনঘাট সমাজকল্যাণ পরিষদের সাবেক উপদেষ্টা আবদুল লতিফ বাবুল, কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রকিব, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বদরুল, সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন মাসুক, অ্যাসোসিয়েশনের সিনিয়র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, কমিউনিটি নেতা মোস্তাক আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক হেলাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলিম উদ্দিন, সাবেক মেম্বার রসেন্দ্র কুমার দাস লাল, সাবেক শিক্ষক বিলাল উদ্দিন, আলমগীর হোসেন, সমুজ আলী, মইন উদ্দিন, ফাহিম আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

বক্তারা বলেন, প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট মানবতার সেবায় দেশে ও প্রবাসে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে নিউজার্সি থেকে আগত মাহফুজুর রহমান রুমনকে ফুল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী রনি, ক্রীড়া সংগঠক ফিরুজ আলীসহ আরও অনেকে। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

সবশেষে ট্রাস্টের সভাপতি ইফতেখার আহমদ হেলাল সকল অতিথি ও সুধীজনকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান এবং মানবসেবার মাধ্যমে দেশে-বিদেশে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ও সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে বলে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেস্ক: এস

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code