ডেস্ক রিপোর্ট :গত পহেলা অক্টোবর,বুধবার হাজারো পূজারীর চোখের জলে বিদায় নিলেন মা দুর্গা। পুজোর কয়েকটা দিন পিতৃগৃহে কাটিয়ে ভক্তদেরকে চোখের জলে ভাসিয়ে স্বামীগৃহ কৈলাসে ফিরে গেলেন মা দুর্গা।দুর্গা মায়ের বিসর্জন উপলক্ষে কানাডার টরন্টোর পুজো মন্ডপগুলোতে বেজে উঠেছিল ব্যথার করুণ রাগিনী।উওর আমেরিকায় প্রথমবারের মতো কানাডার টরন্টোর উডবাইন বিচে টরন্টো দুর্গাবাড়ি মন্দিরের আয়োজনে দূর্গা প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল।দশমীর পুজো শেষে খোলা ট্রাকে প্রতিমার রেপ্লিকা রেখে মোটর শোভাযাত্রা উডবাইন বিচের উদ্দেশ্যে রওনা দেয়, যাত্রাপথে যা সবার নজর কাড়ে।উডবাইন বিচে প্রতিমার সামনে পূজারীরা শেষবারের মতো অঞ্জলি নিবেদন করে,ঢোল,করতাল,কাঁসা,উলুধ্বনি ও ধুনুচি নাচে মুখরিত হয়ে ওঠে উডবাইন বিচ।এরপর সূর্য দেবতাকে মাথার ওপর সাক্ষী রেখে বিশাল জলরাশিতে বিসর্জন দেওয়া হয় কলা বউকে। ভক্তদের অন্তরের অন্তস্থল থেকে উঠে আসা কান্নার ঢেউ মিশে যায় উত্তাল জলরাশিতে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।