৩০ বছরের পর প্রথম মা হলে আয়ু বাড়ে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৭, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

৩০ বছরের পর প্রথম মা হলে আয়ু বাড়ে

প্রকাশিত মার্চ ১৬, ২০১৮

Manual2 Ad Code

প্রচলিত ধারণা অনুযায়ী, ৩০ বছরের বেশি বয়সে অন্তঃসত্ত্বা না হওয়াই ভালো। কারণ এর ফলে সন্তান জন্ম সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, বেশি বয়সে সন্তানসম্ভবা হলে শারীরিকভাবে মায়েরও ক্ষতি হয় এমন ধারণাই চালু আছে। তবে জার্নাল অফ পাবলিক হেল্থ নামের বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৩০ বছরের পরে যে নারীরা প্রথমবার মা হয়েছেন, তাদের আয়ু অন্যদের তুলনায় বেশি। অর্থাৎ যে নারীরা ৩০ বছরের আগেই মা হয়েছেন তাদের তুলনায় তিরিশোর্ধ্ব নারীদের আয়ু বেশি।

Manual5 Ad Code

পর্তুগালের কোয়েম্ব্রা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করে এ রিপোর্ট প্রস্তুত করেছেন। মূলত নারীদের আয়ুর ক্ষেত্রে তার মা হওয়া নিয়েই গবেষণা করেছিলেন পর্তুগালের বিজ্ঞানীরা। এবং তাতেই পুরনো ধারণা পাল্টে দিয়েছেন তারা। তবে কেন বেশি বয়সে সন্তানধারণ করলে আয়ু বাড়ে তার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি বিজ্ঞানীরা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code