প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কারণ নেই- পররাষ্ট্রমন্ত্রী – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪০, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কারণ নেই- পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত আগস্ট ১৯, ২০২০
প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কারণ নেই- পররাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কোন কারণ নেই। বিনা খরচে ভিসা স্বাভাবিক ভাবেই নবায়ন হয়ে যাবে। প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, করোনা সংকটে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীদের দেশে না ফেরার প্রয়োজন নেই। বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময় চলে যাবে। তখন প্রবাসীদের অবস্থা এতো খারাপ থাকবে না।

Manual5 Ad Code

আজ বুধবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Manual3 Ad Code

দেশে আটকাপড়া প্রবাসীদের ফিরে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন আইন করেছেন, শুধু ভিসার মেয়াদ থাকলেই প্রবাসীরা ফিরে যেতে পারবেন না। এজন্য প্রয়োজন হবে কফিলের গ্রিণ সিগন্যাল। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেয়া হয়েছে। ভিসার মেয়াদ থাকার পরও তারা সেদেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ চলছে।

Manual7 Ad Code

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুবই খুশির খবর যে- ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। আমাদের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে। সুতরাং আমরা দুই দেশ মিলে অনেক প্রোগ্রোম একসঙ্গে করি।

তিনি বলেন, ভারতে করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে। সে ভ্যাকসিন আমরা কীভাবে পাবো সে বিষেয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাপ হবে।

Manual8 Ad Code

এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন করেন এবং ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code