জোয়ারের পানিতে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। কাঁচা ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পানির তোড়ে বিভিন্ন সড়ক ভেঙে গেছে। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে স্লুইসগেট ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। ভোলায় মেঘনার পানিতে ডুবে গেছে ফেরিঘাট।
রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর ফের অস্বাভাবিক জোয়ারে অন্তত ৩৫টি গ্রাম ডুবে গেছে। পানিবন্দি হয়েছে অন্তত ৫০ হাজার মানুষ। বুধবার দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে থাকে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়ে যায়। রাতেও অস্বাভাবিক জোয়ারের আশঙ্কা রয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে রামগতি পর্যন্ত ৩৭ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ৩২ কিলোমিটার বাঁধ নদীতে বিলীন হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।