ইতালির মিলানে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১১:৫৬, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইতালির মিলানে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
ইতালির মিলানে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Manual6 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালির মিলানে তরুণ প্রবাসীদের স্বতঃস্পুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠিত ভিয়া পাদোভা মাদারীপুর অল স্টার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।রবিবার স্থানীয় একটি মাঠে মাদারীপুর পৌরসভা মিলান ইতালির সভাপতি আলহাজ্ব বাবুল শরীফের সার্বিক সহযোগিতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায়
ভিয়া পাদোভা মাদারীপুর অল স্টার ক্রিকেট টিম (লাল দল) এবং ভিয়া পাদোভা মাদারীপুর অল স্টার ক্রিকেট টিম (সবুজ দল) অংশ নেয়।

Manual5 Ad Code

প্রথমেই টচে জিতে ব্যাট করেতে মাঠে নামে সবুজ দল,তারা ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৯ রান নিয়ে মাঠ ছাড়ে।জবাবে লাল দল ১ ওভার ১বল ১ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয়।আম্পায়ার রাজু খান ভিয়া পাদভা মাদারীপুর অল স্টার ক্রিকেট টিম( লাল দল)কে বিজয়ী ঘোষনা করেন।
খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন মামুন খলিফা, রহমান খান,মামুন হাওলাদার,সাইদুর রহমান,আফজাল বেপারী,সোহেল কবিরাজ,মাসুম হাওলাদার এবং ফরহাদ মুন্সী।
এতে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মিলান কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন,আব্দুল্লাহ আল মামুন,জয়নাল মুন্সী,হোসাইন মোহাম্মদ মনির,সৈয়দ কাওছার সহ অন্যরা।
ইউরোপে তরুণ প্রজন্মকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখার প্রত্যয়েই ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজন বললেন আয়োজকরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code