চীনে নতুন করে সংক্রমণ শুরু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:৪৮, ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চীনে নতুন করে সংক্রমণ শুরু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
চীনে নতুন করে সংক্রমণ শুরু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৮

চীনে আবারও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৮ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এর আগে বুধবার সেখানে আক্রান্ত হয়েছিল ১৭ জন। শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে নতুন যারা শনাক্ত হয়েছেন তারা সবাই দেশের বাইরে থেকে এসেছেন। চীনে অবস্থানরত কেউ নতুন করে আক্রান্ত হয়নি। বৃহস্পতিবারের আগে ১৪ জন আক্রান্ত হয়েছিল। তারাও সবাই বিদেশ ফেরত ছিল।

তবে এমন অনেকে আছেন যারা আক্রান্ত কিন্তু কোনও লক্ষণ নেই। তাদের অবশ্য এই তালিকায় অন্তর্ভুক্ত করেনি চীন।  ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার চীনে আক্রান্ত হয়েছিল ৩৩ জন। মঙ্গলবার ২২ জন। আর বুধবার ১৭ জন।

এ নিয়ে চীনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬ হাজার ৩০৭ জন। এ পর্যন্ত চীনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪ হাজার ৬৩৪ জনের। সেরে উঠেছে ৮১ হাজার ২৫২ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।