বরগুনায় প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে ২২কেজি ওজনের একটি ভোলমাছ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪১, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বরগুনায় প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে ২২কেজি ওজনের একটি ভোলমাছ

প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
বরগুনায় প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে ২২কেজি ওজনের একটি ভোলমাছ

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরাপরা একটি ভোল মাছ সাড়ে চার লাখ টাকা মণ হিসাবে বিক্রি হয়েছে। শনিবার দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের সগির হোসেনের আড়ৎ থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য পাইকার।
মৎস্য ব্যবসায়ী সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার পাথরঘাটা মাছ বাজারে মাছটি নিয়ে আসলে খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মন হিসেবে দাম হাকে। ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মনে ক্রয় করেছি। তিনি আরো জানান মাছটিতে ২২ কেজি ওজন হয়েছে। তাতে দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫শত টাকা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এই মাছের বালিশের এর চাহিদা অনেক বেশি। বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code