আগৈলঝাড়ায় দীপাবলি উৎসব পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:০৪, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আগৈলঝাড়ায় দীপাবলি উৎসব পালিত

ADMIN, USA
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
আগৈলঝাড়ায় দীপাবলি উৎসব পালিত

আগৈলঝাড়া (বরিশাল) :
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারেও বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম দ্বিতীয় ধর্মীয় উৎসব শুভ দীপাবলি ও শ্রীশ্রী শ্যামা (কালী) পূজা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গৈলা নির্মল স্মৃতি সংঘের উদ্যোগে সূচনা, সমাপনী কীর্তন, চন্ডীপাঠ, গঙ্গীতানুষ্টান ও আরতী প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক বিবেক কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা চেম্বার অফ কর্মাস এর অন্যতম সদস্য গোপাল সরকার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথি ছিলেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কর্মকার।
চন্ডীপাঠ করেন শিল্পী সরকার, শ্যামা সংগীত পরিবেশনকরেন প্রাণেষ অধিকারী। প্রতিটি পূজা মন্ডপে করোনা মহামারি থেকে মুক্তির জন্যও প্রার্থণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।