নিউজ ডেস্কঃ ৯৯৯৯ সালের ৩১ ডিসেম্বরের আগে ইসরাইল ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অস্ট্রেলিয়ার এক ব্যক্তির ওপর। একটি ডিভোর্স মামলায় তার পরও এই নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইলের একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নোয়াম হুপার্ট নামে ওই ব্যক্তিকে সন্তানের ভবিষ্যতের জন্য তিন দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার না দিলে ৯৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আট হাজার বছর ইসরাইল ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নোয়াম হুপার্টের সাবেক স্ত্রী ইসরাইল চলে আসার এক বছর পর ২০১২ সালে সন্তানের কাছে থাকার জন্য তিনিও সেখানে চলে আসেন।
হুপার্টের সাবেক স্ত্রী তার বিরুদ্ধে ইসরাইলের আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন। ২০১৩ সালে আদালত তাদের দুই সন্তানের ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত প্রতিমাসে হুপার্টকে ৫ হাজার শেকেল দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে তার ইসরাইল ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেন। এর অর্থ হলো ছুটি কিংবা কাজ– কোনো কারণেই তিনি ইসরাইল ছেড়ে যেতে পারবেন না।
হুপার্ট জানান ২০১৩ সাল থেকে আমি ইসরাইলে আটকে আছি। তার দাবি তিনি অনেক বিদেশি নাগরিকদের মধ্যে একজন যারা শুধুমাত্র ইসরাইলি নারীকে বিয়ে করে দেশটির বিচার ব্যবস্থায় হয়রানির শিকার।
ইসরাইলের ডিভোর্স আইন অনুযায়ী সন্তানের ভরণপোষণের অর্থ আদায় নিশ্চিতের জন্য নারীরা বাবার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আবেদন করতে পারেন।