ইতালির রোমে বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
২৫ এপ্রি ২০২২, ০৫:২১ অপরাহ্ণ

মালিক মনজুর, ইতালি প্রতিনিধি ::: অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির রোমে বৃহওর নোয়াখালী আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে।স্থানীয় রোম তরপিনাওারা জামে মসজিদে প্রায় দুই শতাধিক রোজাদারদের উপস্থিতিতে এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।বৃহওর নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ ও সাধারন সম্পাদক ওমর ফারুক শিমুলের সার্বিক তত্ত্বাবধায়নে ইফতারের পূর্বে তরপিনাতারা জামে মসজিদের খতিব রুহুল আমিনের পরিচালনায় রমজানের পবিত্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ ইসলামিক বয়ান করেন।
দোয়া ও ইফতার মাহফিল সফল করতে এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলির সদস্য লিটন হাজারী, মোশারফ হোসেন আরজু,আবুল কালাম খোকন রেজাউল হক মিন্টু ,মোঃ জাবেদ হোসেন, হারুন উদ্দিন জামাল, সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক, ওমর ফারুক শিমুল,সহ সভাপতি মোঃ সোহেল,সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী মহসিন,১ নং সদস্য আবুল এহসান মিনু, সহ-সভাপতি জামাল উদ্দিন হায়দার, সহ সাধারণ সম্পাদক সোলাইমান রহমান,সহ প্রচার সম্পাদক মোঃ কিরন সহ সংগঠনের নেত্ববৃন্দ এবং রোজাদার মুসল্লিরা। এই সময় সারা মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।এছাড়াও দোয়া অনুষ্ঠানে রোমে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের সদস্যদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।পরিশেষে আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত রোজাদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Enter