ডেস্ক নিউজ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৮ম সেলাঙ্গর ফুড অ্যান্ড বেভারেজ এক্সপো ২০২২ শেষ হয়েছে। প্রায় ৩০ হাজার বিনিয়োগকারী এবারের মেলা পরিদর্শন করেছেন, সাংবাদিকদের জানান আয়োজকরা। সে সঙ্গে করোনা মহামারির পর এ মেলার মাধ্যমে ১০ বিলিয়ন রিঙ্গিত অভ্যন্তরীণ বিনিয়োগ লক্ষ্য অর্জনের কথাও জানান সেলাঙ্গর রাজ্য সরকার।
মূলত বিদেশি বিনিয়োদের আকৃষ্ট করতে দেশটির সেলাঙ্গর প্রদেশের সুলতানের পৃষ্ঠপোষকতায় গত ৬ অক্টোবর কেএলসিসি কনভেনশন সেন্টারে শুরু হওয়া চার দিনব্যাপী বাণিজ্য মেলা ৯ অক্টোবর শেষ হয়েছে।
কুলীনারি ও গ্যস্ট্রোনমি সেগমেন্টে নির্ধারিত সুসজ্জিত স্টেজে এবং অসংখ্য বিদেশি এক্সপার্ট শেফ ও রন্ধন ও খাদ্য বিশেষজ্ঞদের সামনে বাংলাদেশি খাবার ডেমোনেস্ট্রেশন করে বৃষ্টি খাতুন এবং দিল আফরোজ নাহার
বহুজাতিক ও বহু দেশের পর্যটকের দেশ মালয়েশিয়ায় ইউরোপিয়ান, আমেরিকান, চাইনিজ, আরবিয়ান এবং এশিয়ান খাবারের ভিড়ে বাংলাদেশের খাবার সম্পর্কে তুলে ধরা হয়।
এক্সপোতে ফুড অ্যান্ড বেভারেজে অংশ নেওয়া বাংলাদেশের জন্য একেবারে নতুন। বাংলাদেশি খাবারের রন্ধন প্রক্রিয়া এবং খাবার সম্পর্কে বৈজ্ঞানিকভাবে তুলে ধরাও এই প্রথম। কুলীনারি ও গ্যস্ট্রোনমি সেগমেন্টে নির্ধারিত সুসজ্জিত স্টেজে এবং অসংখ্য বিদেশি এক্সপার্ট শেফ ও রন্ধন ও খাদ্য বিশেষজ্ঞদের সামনে বাংলাদেশি খাবার ডেমোনেস্ট্রেশন করে বৃষ্টি খাতুন এবং দিল আফরোজ নাহার। খাবারের পুষ্টিগুণ এবং উপকার সম্পর্কে বলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।