সুইজারল্যান্ডে আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের শংকর – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৩, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সুইজারল্যান্ডে আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের শংকর

newsup
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২২
সুইজারল্যান্ডে আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের শংকর

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: অপরুপ সৌন্দর্য্যের দেশ সুইজারল্যান্ডের দৃষ্টিনন্দন আল্পস পর্বতকে ঘিরে উৎসবমুখর গরনারগ্রাট জ্যারমাট আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের হয়ে অংশ নেন জার্মানি প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল। জার্মানির মিউনিখ প্রবাসী শিব শংকরের এটি ব্যাক্তিগত ১১৬ আন্তর্জাতিক ম্যারাথন।
ম্যারাথনটি গরনারগ্রাটের সেন্ট নিকলাস গীর্জা থেকে শুরু হয়ে বেশ কয়েকটি পর্বত ও সমতল পথ পাড়ি দিয়ে রিফেলবার্গে এসে শেষ হয়। কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত ৪২.২ কি.মি. দৈর্ঘ্যের পাহাড়ী উচু নিচু ট্র্যাকটি পাড়ি দিতে বেশ বেগ পেতে হয় ম্যারাথনে অংশ নেয়া সকলের।
বাংলাদেশের পতাকা হাতে নিয়ে হালকা জ্বর ও সর্দিকাশির সাথে লড়াই করে দৌড়ে ফিনিশিং লাইন শেষ করেন ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিব শংকর পাল। এসময় পরিবারের সদস্য ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code