ঢাকা প্রতিনিধি : গত ৭ এপ্রিল ঢাকার স্কাইসিটিতে অনুষ্ঠিত সিলেট বিভাগ সাংবাদিক সমিতির প্রাক-ইফতার অালোচনায় সিবিসাস সভাপতি কাজী তোফায়েল আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুদ্রন শিল্পের সাবেক সভাপতি ও স্কাইসিটির স্বত্বাধিকারী তোফায়েল খান, সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী,ঢাকা ট্রিবিউন এর নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ, দৈনিক মানব কন্ঠের সদ্য সাবেক সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি সি এম কয়েস সামী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক মো. ইফতেখার উদ্দিন প্রমুখ।
আমন্ত্রিত অতিথি ছাড়াও সমিতির পঞ্চাশোর্ধ সাংবাদিক এতে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সিবিসাস সম্পাদক শংকর মৈত্র। জালালাবাদ ভবনে সিবিসাসের একটি স্থায়ী অফিসের জন্য জালালাবাদ সভাপতি খ্যাতিমান ব্যাংকার ও সংস্কৃতিজন সি এম কয়েস সামি ও সম্পাদক ও বিটাক মহাপরিচালক সরকারের সচিব আনোয়ার হোসেন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তারা উভয়েই এ ব্যাপারে আলোচনাক্রমে সময় ও সুযোগমমতো ব্যবস্থাগ্রহনের আশ্বাস দেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।