ডেস্ক নিউজ: রাজধানীর বসুন্ধরা এলাকায় থেকে গ্রেফতার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অপর সাত জনের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) আসামি সেলিমসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় সেলিমের ১০ দিন এবং অপর সাত আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত আসামি সেলিমের পাঁচ দিন এবং অপর সাত জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন— জামায়াতের মহানগর মজলিসের সূরা সদস্য আবুল বাশার, কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সমর্থক আনোয়ারুল হক, শিব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও আব্দুল হাকিম সরকার।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।