পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার নাসার – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৪, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার নাসার

editorbd
প্রকাশিত জুন ৮, ২০২৪
পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার নাসার

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীর অনুরুপ একটি গ্রহ আবিষ্কার করেছে!‌ মহাকাশ টেলিস্কোপের সাহায্যে তারা একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে যার আকার পৃথিবীর সমান। এটি সৌরজগতের খুব কাছাকাছি। সাধারণত যে গ্রহগুলো সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের চার দিকে ঘোরে তাদের বলা হয় এক্সোপ্ল্যানেট। স্পেস ডট কমের মতে, আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটটির নাম গ্লিস ১২ বি। এ গ্রহটি একটি ছোট এবং শীতল লাল বামন নক্ষত্রের চারপাশে ঘোরে। পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব প্রায় ৪০ আলোকবর্ষ। নাসা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের সাহায্যে এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে। এর প্রস্থ পৃথিবীর তুলনায় প্রায় ১.১ গুণ বলে অনুমান করা হচ্ছে। এই কারণে, পৃথিবী ছাড়াও এটি শুক্র গ্রহের সমান বলে দাবি করা হয়েছে। গ্লিস ১২ বি নামের এক্সোপ্ল্যানেটটি তার নক্ষত্রকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে। এই গ্রহের এক বছর পৃথিবীতে প্রায় ১২.৮ দিনে পূর্ণ হয়। গ্লিস ১২ বি যে নক্ষত্রের চারপাশে ঘুরছে তা আমাদের সূর্যের চেয়ে ছোট এবং শীতলও।
তার নক্ষত্রের কাছাকাছি থাকা সত্ত্বেও এবং এটি দ্রুত প্রদক্ষিণ করে। এ এক্সোপ্ল্যানেটটি বসবাসের জন্য উপযুক্ত হতে পারে বিজ্ঞানীদের অনুমান। বিজ্ঞানীরা এর আগেও এই ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন, তবে এখন পর্যন্ত কোনোটিতেই প্রাণের সম্ভাবনা মেলেনি। এখন পর্যন্ত সৌরজগতের বাইরে ৫ হাজারের বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে।

Manual8 Ad Code

সূত্র : আজকাল

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code