ফ্রান্সের প্যারিসে এম সি ইনস্টিটিউট এর নির্বাচন অনুষ্ঠীত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১৪, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফ্রান্সের প্যারিসে এম সি ইনস্টিটিউট এর নির্বাচন অনুষ্ঠীত

editorbd
প্রকাশিত জুন ১৩, ২০২৪
ফ্রান্সের প্যারিসে এম সি ইনস্টিটিউট এর নির্বাচন অনুষ্ঠীত

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর নির্বাচন অনুষ্ঠিত। বদরুল বিন হারুন সভাপতি, মুহাম্মদ আরিফুজ্জামান সাধারন সম্পাদক ও হাসান হক কোষাধ্যক্ষ নির্বাচিত। আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠীত হয়েছে। গতকাল ০৯ জুন ২০২৪ স্থানীয় সময় বিকেল ৪টায় প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠীত হয়। সদস্যদের সরাসরি ভোটে আগামী তিন বছরের জন্য বদরুল বিন হারন সভাপতি, মুহাম্মদ আরিফুজ্জামান সাধারন সম্পাদক ও হাসান হক কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।নির্বাচন পরিচালনা করেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ মাহবুব হোসাইন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুস সালাম মামুন। নির্বাচনোত্তর সভায় নব নির্বাচিত নেতৃবৃন্দ ও উপস্থিত মেহমানবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফ্রান্সে বাংলাদেশীদের পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাই। প্রবাসীদের ছেলে-মেয়েদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য এমন একটি প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজন ছিলো; যা এই প্রতিষ্ঠান পূরণ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ব্যাক্তি, সমাজ, দেশকে উন্নয়ন করতে হলে নৈতিক শিক্ষার পরিবেশ তৈরী করা সময়ের দাবী।আদর্শীক শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে। এই দ্বীনি প্রতিষ্ঠানে ছেলে সন্তানদের পাশাপাশি মেয়ে সন্তানদের ভর্তি করে দিতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন, সাধারন সম্পাদক মুহাম্মদ আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ হাসান হক, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর প্রধান উপদেস্টা মোহাম্মদ আল মমিন শরীফ, কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি ইনস্টিটিউট ফ্রান্স এর সহ-সভাপতি লুৎফর রহমান, ওভারভিলা মসজিদের সভাপতি সালেহ আহমেদ, কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ নুরুল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুস সালাম মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহামদ মাহবুব হোসাইন, ডাঃ হাবিবা বেগম, সাহেনা আক্তার, তোফায়েল আহমেদ জয়নুল, আব্দুল সালাম ,মুসলিম উদ্দিন, হাফিজ উদ্দিন,মোহাম্মদ জালাল উদ্দিন ও মোহাম্মদ হাবীব আলম প্রমূখ। এখানে উল্লেখ্য, ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের আগামী দিনের ভবিষ্যৎ শিশু-কিশোর ও বয়স্ক নারী-পুরুষদের মাঝে ইসলামের নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা জাগ্রত রাখার মহৎ উদ্দেশ্য সামনে রেখে গত ১০ মার্চ ২০১৬ সালে ফ্রান্সে বসবাসরত একদল নিবেদিত ও সাহসী মানুষের প্রচেষ্টায় যাত্রা শুরু করে এম সি ইনস্টিটিউট ফ্রান্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code