পাঠানো আই-মেসেজ ফেরাবেন যেভাবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৪২, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পাঠানো আই-মেসেজ ফেরাবেন যেভাবে

editorbd
প্রকাশিত জুলাই ১, ২০২৪
পাঠানো আই-মেসেজ ফেরাবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট: যোগাযোগের একটি উপায় হিসেবে বার্তা আদান-প্রদান বেশ জনপ্রিয়। বিষয়টি কখনও কখনও সত্যিই বেশ বিড়ম্বনার। এর সমাধানে আইফোনের আইওএস ১৬তে অ্যাপল নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে আইফোন, আইপ্যাড এবং ম্যাক ব্যবহারকারীরা আই-মেসেজকে পাঠানোর পরে সেটাকে আনসেন্ড করতে পারবেন। তবে শর্ত হলো মেসেজ পাঠানোর এক মিনিটের মধ্যে তা করতে হবে। দেখে নেওয়া যাক মেসেজ আনসেন্ড কীভাবে করতে হয়। এখানে মনে রাখার বিষয় ফিচারটি শুধু আই-মেসেজের অর্থাৎ নীল বাবলের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ টেক্সট মেসেজ বা সবুজ বাবলে এটা প্রযোজ্য হবে না এমনকি পাঠানোর এক মুহূর্ত পরেও।
আইফোন বা আইপ্যাডের ক্ষেত্রে-
১. মেসেজ অ্যাপ চালু করতে হবে
২. মেসেজের ভেতরে যে কনভারসেশন থ্রেডকে আনসেন্ড করা দরকার সেটা নির্বাচিত করতে হবে
৩. মেসেজ বাবলের ওপর টাচ করে ধরে রাখতে হবে তাহলে একটা পপআপ আসবে
৪. পপআপ থেকে আনডু সেন্ড অপশন নির্বাচিত করতে হবে আনসেন্ড করার পরে একটি বেলুন উড়ে আসবে। সেখানে লেখা থাকবে আপনি একটি মেসেজ আনসেন্ট করেছেন। একই বার্তা অপর পক্ষও পাবে। এখানে একটি মনে রাখার বিষয় হলো সেই পপআপে ডিলিট নামে আরও একটি অপশন রয়েছে। সেটা করলে প্রেরকের ফোন থেকে শুধু মেসেজটি মুছে যাবে কিন্তু প্রাপকের ফোনে সেটি থাকবে।
ম্যাক থেকে মেসেজ আনসেন্ড করার নিয়ম-
১. ম্যাকে মেসেজটি চালু করতে হবে
২. মেসেজের ভেতরে যে কনভারসেশন থ্রেডকে আনসেন্ড করা দরকার সেটা নির্বাচিত করতে হবে
৩. মাউসের ডান পাশের বাটন (অথবা কন্ট্রোল চেপে বাম পাশের বাটন) প্রেস করতে হবে
৪. এখানেও আনডু সেন্ড অপশন আসবে সেটা নির্বাচিত করলেই মেসেজ আনসেন্ড হয়ে যাবে এখানেও একইভাবে একটি বেলুন উড়ে আসবে এবং একই রকম বার্তা দেখাবে।
ম্যাকের ক্ষেত্রে ম্যাকওএস ১৩ বা তার উপরের সংস্করণ হতে হবে।

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।